Suicide RG kar''s Female

আত্মঘাতী আর জি করে এর মহিলা চিকিৎসক

ভাস্বতী দাশ, প্রতিনিধি – করোনা ভাইরাসের সংক্রমণ একদিকে যখন বেড়ে চলেছে রাজ্যে ঠিক তখনই আর জি কর মেডিকেল কলেজে আত্মঘাতী হলেন এক মহিলা চিকিৎসক। শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ এমার্জেন্সির ক্যাজুয়ালিটি ব্লকের ১১তলা থেকে ঝাঁপ দেন পৌলমী সাহা নাম বছর পঁচিশের ওই মহিলা চিকিৎসক।
হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, শুক্রবার ফিবার ক্লিনিকে ডিউটি ছিল। হঠাৎ করেই ১১ তলা থেকে কিছু পড়ার শব্দ পান তাঁরা। কার্নিসে ধাক্কা লেগে দেহটি রেলিংয়ে ধাক্কা খায় তারপর মাটিতে পড়ে। কার্নিসের জোরে কিছু পড়ার শব্দ শুনেই সকলে বাইরে বেরিয়ে আসেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল পৌলমীর দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
হাসপাতাল সূত্রে খবর বেশ কয়েকদিন ধরেই পৌলমী মানসিক অবসাদে ভুগছিল। শিশু বিভাগের সিক নিওনেটাল কেয়ার ইউনিটে ডিউটি করতেন তিনি। পরিবারকে মানসিক অবসাদের কথা জানানো হয়েছিল। যদিও আত্মহত্যার ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ ।